wkg-MMVl08eLmueYHhpAnL_t2j4 CONSTITUTION OF BANGLADESH

BISMILLAH-AR-RASHAMAN-AR-RAHIM


BISMILLAH-AR-RASHAMAN-AR-RAHIM
(In the name of Allah, the Beneficent, the Merciful)
                   PREAMBLE
We, the people of Bangladesh, having proclaimed our independence on the 26th day of March, 1971 and, through a historic war for national independence, established the independent ,sovereign people’s Republic of Bangladesh;


Pledging  that the high ideals of absoluts trust and faith in the Almighty Allah, nationalism, democracy and socialism meanig economic and social justice, which inspired our heroic people to dedicated themselves to, and our brave martyrs to sacrifice their lives in, the war for national independence, shall be the fundamental principles of the Constitution;


Further pledging that it shall be a fundamental aim of the state to realise through the democratic process a socialist society, free from exploitation –a society in which the rule of law, fundamental human rights and freedom, equality will be secured for all citizens;



Affirming that it is our sacred duty to safeguare, protect and defend  this Constitution and to maintain its supremacy as the embodiment of the will people of Bangldesh so that we may prosper  in freedom and may make our full contribution towards international peace and co-operation in keeping with the progressive aspirations of mankind;


In our Countituent Assembly, this eighteenth day of kartick,1379B.S. corresponding to the fourth day of November 1972 A.D. do hereby adopt, enact and give to ourselves Contitution.


CONSTITUTION (PART 5) THE EXECUTIVE


              CONSTITUTION (PART 5) THE EXECUTIVE
            CHAPTER.I-THE PRESIDENT
48*The president:(1) There shall be a President of Bangladesh who shall be elected by members of Parliament in accordance with law.
   (2)The President shall, as Head of State take precedence over all other persons in  the Sate, and shall exercise the powers and perform the duties conferrd and imposed on him by this Constitution and by any other law.
  (3)In the exercise of all his functions save only that of appointing the Prime Minister pursuant to clause (3) of article 56 and the Chief Justice pursuant to clause (1)of article 95 the president shall act in accordance with the advice of the Prime Minister:
    Provided that question whether any and if so what advice has been tenderd by the Prime Minister to the President shall not be enquired into any court.
(4)A person shall not be qualified for election as Pre-sident if he—
     (a)is less than thirty-five years of age or
     (b)is not qualified for election as a member of Parliament; or
     (c)has been removed from the office of President by impeachment under this Constitution.
(5)The prime Minister shall keep the president informed on matters of domestic and foreign policy and submit for the consideration of the Cabinet any submit for the consideration of the Cabinet any matter which the president may request him to refer to it.
50*Term of office of president: (1) Subject to the provisions of this Constitution, the President shall hold office for a term of five years from the date on which he enters upon his office;
     Provided that notwithstanding the expiration of his term the President shall continue to hold office until his successor enters upon office.
    (2)No person shall hold office as President for more than two terms, whether or not the terms are consecutive.
   (3)The President may resign his office by writing under his hand addressed to the Speaker.
  (4)The President during his term of office shall not be qualified for election as member of Parliament, and if a member for Parliament is elected as president he shall vacate his seat in Parliament he shall vacate his seat in Parliament on the day on which he enters upon his office as president.
51* President’s immunity:(1) Without prejudice to the provisions of article 52 the President shall not be answerable in any court for anything done or omitted by him in the exercise or purported exercisse of the functions of this office, but this clause shall not prejudice against the Government.
    (2)During his term of office no criminal proceedings whatsoever shall be instituted or continued against the President in and no process for his arrest or imprisonment shall issue from any court.
52*Impeachment of the president: (1)The president may be impeached on a charge of violating this Constitution or grave misconduct, preferred by a notice of motion signed by a majority of the total number of members of Parliament and delivered to the Speaker setting out the particulars of the charge, and  the motion shall not be debated earlier than fourteen nor later than thirty days after the notice is so delivered; and the Speaker shall forthewith summon Parliament if it is not in session.
      (2)The conduct of the President may be referred by Parliament to any court, tribunal or body appointed or designate by parliament for the investing of a charge under this article.
     (3)The President shall have the right to appear and to be represented during the consideration of the charge.
     (4)If after the consideration of the charge a resolution is passed by Parliament by the votes of not less than two-thirds of the total number of members declaring that the charge has been substantiated, the President shall vacate his office on the date on which the resolution is passed.
    (5)where the speaker is exercising the functions of the President under article 54the provisions of this article shall apply subject to the modification that the reference to the Speaker in clause (1)shall be construed as a reference to the Deputy speaker and that the reference in clause (4)to the vacation by the President of his office hall be construed as a referenc to the vacation by the speaker of his office as speaker and on the passing of a resolution such as is referred to in clause (4)the Speaker shall cease to exercise the functions president.
53*Removal of president on ground of incapacity:(1)The President may be removed from office on the ground of physical or mental incapacity on a motion of which notice, signed by a majority of the total number of Parliament, is delivered to the Speaker, setting out particulars of the alleged incapacity.
    (2)On receipt of the notice the Speaker shall forthwith summon Parliament if it is not in session and shall call for a resolution constitution a medical board (hereinafter in this article called ``the Board”), and upon the necessary motion being made and carried shall forthwith cause a copy of the notice to be transmitted to the President together with a request signed by the Speaker that the President submit himself within a period of ten days from the date of the request to an examination by the Board.
    (3)The motion for removal shall not be but to the vote earlier than fourteen nor later than thirty days after notice of the motion is delivered to the Speaker, and if it is again necessary to summon Parliament in order to enable the motion to be made within that period, the Speaker shall summon Parliament.
    (4)The President shall have the right to appear and to be represented during the consideration of the motion.
     (5)If the President has not submitted himsell to an examination by the Board before the motion is made in Parliament, the motion may be put to the vote, and if it is passed by the votes of not less than two-thirds of the total number of members of Parliament, the President shall vacate his office on the date on which the motion is passed.
     (6)If before the motion for removal is made in parliament, the President has submitted himself to an examination by the Board, the motion shall not be put to the vote until the Board has been given an opportunity  of reporting its opinion to Parliament.
     (7)If after consideration by Parliament of the motion and of the report of the Board (which shall be submitted within seven days of the examination help pursuant to clause (2)and if not so submitted shall be dispensed with) the motion is passed by the votes of not less than two-thirds of the total number of members of parliament, the total number of members of parliament, the President shall vacate his office on the date on which the resolution is passed.
54*Speaker to act as president during absence, etc: If a vacancy occurs in the office of President or if the President is unable to discharge the functions of his office on account of absence, illness or any other cause the Speaker shall discharge those functions until s President is elected or until the President resumes the functions of his office, as the case may be.

Online Earning past time






আউটসোর্সিং: শুরুটা যেভাবে

আউটসোর্সিংয়ে পুরস্কার পাওয়া ১৫ জন ফ্রিল্যান্সারকে নিয়ে মার্চ প্রথম আলোর প্রজন্ম ডটকম পাতায় বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছিল। ওই প্রতিবেদন পড়ে আউটসোর্সিংয়ের কাজ কীভাবে শুরু করতে হয় সে ব্যাপারে অনেক আমাদের কাছে জানতে চেয়েছেন। আউটসোর্সিং শুরু করতে হবে কীভাবে? কোথায় কাজ পাওয়া যাবে? অর্থ আনবেন কীভাবে প্রভৃতি নিয়ে শুরু হচ্ছে এই ধারাবাহিক প্রতিবেদন। আজ থাকছে পর্ব-

আউটসোর্সিং: ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কাজ করিয়ে নেয়। নিজ প্রতিষ্ঠানের বাইরে অন্য কাউকে দিয়ে এসব কাজ করানোকে আউটসোর্সিং বলে। যাঁরা আউটসোর্সিংয়ের কাজ করে দেন, তাঁদের ফ্রিল্যান্সার বলে। ফ্রিল্যান্সার মানে হলো মুক্ত বা স্বাধীন পেশাজীবী। আউটসোর্সিংয়ের কাজের খোঁজ থাকে, এমন সাইটে যিনি কাজটা করে দেন, তাঁকে বলা হয় কনট্রাকটর (তিনি কনট্রাক্টে কাজ করেন) আর যিনি কাজ দেন, তাঁকে বলে বায়ার/এমপ্লয়ার (তিনি কনট্রাক্টে কাজ দেন) 
যে ধরনের কাজ পাওয়া যায়: আউটসোর্সিং সাইট বা অনলাইন মার্কেট প্লেসে কাজগুলো বিভিন্ন ভাগে ভাগ করা থাকে। যেমন: ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং তথ্যব্যবস্থা (ইনফরমেশন সিস্টেম), লেখা অনুবাদ, প্রশাসনিক সহায়তা, ডিজাইন মাল্টিমিডিয়া, গ্রাহকসেবা (Customer Service), বিক্রয় বিপণন, ব্যবসাসেবা ইত্যাদি।
ওয়েব ডেভেলপমেন্ট: এই বিভাগের মধ্যে আছে আবার ওয়েবসাইট ডিজাইন, ওয়েব প্রোগ্রামিং, -কমার্স, ইউজার ইন্টারফেস ডিজাইন, ওয়েবসাইট টেস্টিং, ওয়েবসাইট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইত্যাদি।
সফটওয়্যার ডেভেলপমেন্ট: সফটওয়্যার ডেভেলপমেন্টর মধ্যে আছে ডেস্কটপ অ্যাপ্লিকেশন, গেম ডেভেলপমেন্ট, স্ক্রিপ্ট ইউটিলিটি, সফটওয়্যার প্লাগ-ইনস, মোবাইল অ্যাপ্লিকেশন, ইন্টারফেস ডিজাইন, সফটওয়্যার প্রকল্প-ব্যবস্থাপনা, সফটরয়্যার টেস্টিং, ভিওআইপি ইত্যাদি।
নেটওয়ার্কিং ইনফরমেশন সিস্টেম: এর মধ্যে আছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, ডিবিএ-ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন, সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন, ইআরপি/সিআরএম ইমপ্লিমেনটেশন ইত্যাদি।
রাইটিং ট্রান্সলেশন: এর মধ্যে আছে কারিগরি নিবন্ধ লেখা (টেকনিক্যাল রাইটিং), ওয়েবসাইট কনটেন্ট, ব্লগ আর্টিকেল রাইটিং, কপি রাইটিং, অনুবাদ, ক্রিয়েটিভ রাইটিং ইত্যাদি।
অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট: এর মধ্যে আছে ডেটা এন্ট্রি, পারসোনাল অ্যাসিসট্যান্ট, ওয়েব রিসার্চ, -মেইল রেসপন্স হ্যান্ডলিং, ট্রান্সক্রিপশন ইত্যাদি।

Online Earning past time (part1)


আউটসোর্সিং: শুরুটা যেভাবে
পর্ব(2)
ডিজাইন মাল্টিমিডিয়া: এই বিভাগের মধ্যে আছে গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ইলাস্ট্রেশন, প্রিন্ট ডিজাইন, থ্রিডি মডেলিং, ক্যাড, অডিও ভিডিও প্রোডাকশন, ভয়েস ট্যালেন্ট, অ্যানিমেশন, প্রেজেন্টেশন, প্রকৌশল কারিগরি ডিজাইন ইত্যাদি।
কাস্টমার সার্ভিস: এর মধ্যে আছে কাস্টমার সার্ভিস সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট, ফোন সাপোর্ট, অর্ডার প্রসেসিং ইত্যাদি।
বিক্রয় বিপণন: এর মধ্যে আছে বিজ্ঞাপন, -মেইল বিপণন, এসইও (সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন), এসইএম (সার্চ ইঞ্জিন মার্কেটিং), এসএমএম (সোস্যাল মিডিয়া মার্কেটিং), জনসংযোগ, টেলিমার্কেটিং টেলিসেল্স, বিজনেস প্ল্যানিং মার্কেটিং, মার্কেট রিসার্চ সার্ভেস, সেলস লিড জেনারেশন ইত্যাদি।
বিজনেস সার্ভিসেস: এর মধ্যে আছে অ্যাকাউন্টিং, বুককিপিং, এইচআর/পে-রোল, ফাইনানসিয়াল সার্ভিসেস অ্যান্ড প্ল্যানিং, পেমেন্ট প্রসেসিং, লিগ্যাল, প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস কনসাল্টিং, রিক্রুটিং, পরিসংখ্যান বিশ্লেষণ ইত্যাদি। এগুলো সম্পর্কে পরে বিস্তারিত আলোচনা করা হবে।

কাজ পাবেন যেখানে: আউটসোর্সিংয়ের কাজ পাওয়া যায় এমন অনেক ওয়েবসাইট আছে। আবার ভুয়া সাইটও বের হয়েছে। ফলে সতর্ক হয়েই কাজ শুরু করতে হবে। আন্তর্জাতিকভাবে পরিচিত এবং নির্ভরযোগ্য কয়েকটি সাইটের ঠিকানা দেওয়া হলো— www.odesk.com, www.freelancer.com, www.elance.com, www.getacoder.com, www.guru.com, www.vworker.com, www.scriptlance.com ইত্যাদি। সবগুলো মোটামুটি একই রকম। বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ওডেস্ক (odesk) গত বছর (২০১১) সারা বিশ্বের মধ্যে আউটসোর্সিং কাজ করার ভিত্তিতে ওডেস্কে বাংলাদেশের অবস্থান ছিল চতুর্থ। তার আগের বছর (২০১০) ওডেস্কে ঢাকা শহরের অবস্থান ছিল সারা বিশ্বের মধ্যে তৃতীয়।

Online Earning past time (part3)


আউটসোর্সিং: শুরুটা যেভাবে

পর্ব - 
কোন কাজের কী যোগ্যতা: সাধারণত অনলাইনে কী ধরনের কাজ পাওয়া যায়, তা বলা হয়েছে। এখন জেনে নেওয়া যাক কোন কাজের জন্য কী ধরনের যোগ্যতা লাগে। 
ওয়েব ডেভেলপমেন্ট: এই কাজে ওয়েবসাইট তৈরি করা জানতে হবে। বিভিন্ন প্রোগ্রামিং ভাষা যেমনএইচটিএমএল, পিএইচপি, জাভা স্ক্রিপ্ট, সিএসএস, মাইএসকিউএল ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এই ভাষাগুলোর ওপর দু-একটা পরীক্ষা দেওয়া থাকলে কাজ পেতে সুবিধা হবে।
সফটওয়্যার ডেভেলপমেন্ট: সফটওয়্যার তৈরি করা জানতে হবে। বিভিন্ন প্রোগ্রামিং ভাষা যেমন জাভা, সি শার্প, ভিজু্যয়াল বেসিক, মাইএসকিউএল, ওরাকল, এসকিউএল সার্ভার ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। 
নেটওয়ার্কিং ইনফরমেশন সিস্টেম: ডেটাবেইস, নেটওয়ার্কিং ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তবেই নেটওয়ার্কিং ইনফরমেশন সিস্টেম বিষয়ক নানা কাজ পাবেন। 
লেখা অনুবাদ: ধরনের কাজের জন্য ইংরেজিতে দক্ষ হতে হবে, কারিগরি জ্ঞান থাকতে হবে, ওয়েবসাইট, ব্লগ, ইন্টারনেট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। লেখালেখির অভ্যাস থাকলে ভালো হয়।
অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট: এই বিভাগের কাজগুলো তুলনামূলকভাবে অনেক সহজ। মূলত কপি পেস্টের কাজ। কম্পিউটার, ইন্টারনেট, ওয়েবসাইট, ব্লগ, -মেইল, ফেসবুক, টুইটারএসব ওয়েবসাইট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
ডিজাইন মাল্টিমিডিয়া: আপনাকে গ্রাফিক্সের কাজ জানতে হবে। ফটোশপ, ইলাস্ট্রেটর, ইন-ডিজাইন, ফ্ল্যাশ ইত্যাদি জানা থাকলে লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইনের কাজ খুব সহজেই করা যায়।
গ্রাহকসেবা: এই বিভাগের কাজের জন্য আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হবে। দ্রুত ইংরেজি লেখা বলাদুটোতেই দক্ষ হতে হবে। 
বিক্রয় বিপণন: -কমার্স সাইটগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। -কমার্স ওয়েবসাইট, ব্লগ, -মেইল, সামাজিক যোগাযোগ (ফেসবুক, টুইটার), বিপণন, এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
বিজনেস সার্ভিসেস: এই বিভাগের কাজের জন্য আপনার ব্যবসায়িক জ্ঞান থাকতে হবে। লেনদেনের বিভিন্ন মাধ্যম (পেমেন্ট মেথড) সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।